কেজরির শপথগ্রহনে আমন্ত্রিত প্রধানমন্ত্রী, বাদ পড়লেন ভিন রাজ্যের নেতানেত্রীরা

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী রবিবার তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন আপ সুপ্রিমো। এর আগেই ভোটের ফল প্রকাশের দিন কেজরিওয়াল নিজের শপথ গ্রহন অনুষ্ঠানে আসার জন্য প্রায় সকলকেই আমন্ত্রণ জানান কিন্তু বৃহস্পতিবারই আপের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় অন্য কোনও রাজ্যের রাজনৈতিক নেতানেত্রী বা মুখ্যমন্ত্রীকে শপথগ্রহন আনুষ্ঠানে ডাকা হচ্ছে না। 

গত মঙ্গলবার দিল্লি বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়। নির্বাচনে ৭০টির মধ্যে ৬২ আসন পায় আপ। ভোটের ফলপ্রকাশের পর কেজরীবালকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে লেখেন, ”আপ ও অরবিন্দ কেজরীবালকে জয়ের অভিনন্দন। আশা করি আপনারা দিল্লিবাসীর স্বপ্নপূরণ করতে পারবেন।” প্রধানমন্ত্রীর এই ট্যুছটের পর কেজরাওয়াল রিট্যুইট করে তাঁকে ধন্যবাদ জানান।

আপ সূত্রে জানা গিয়েছে, মন্ত্রিসভায়  খুব একটা বদল ঘটছেনা, থাকছে পুরনো মুখই। দিল্লির নেতানেত্রীরাই আমন্ত্রিত থাকছেন কেজরীবালের শপথগ্রহণে। দিল্লি আপের আহ্বায়ক গোপাল রাই সংবাদ সংস্থা পিটিআই-কে স্পষ্ট জানিয়ে দেন, ”অন্য রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব বা মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ করা হচ্ছে না।”          

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube