
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ, রবিবার তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। যে মঞ্চ থেকে তার রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল, দিল্লীর সেই রামলীলা ময়দানের মঞ্চেই আগামী পাঁচ বছরের জন্য দিল্লির প্রশাসনিক প্রধানের দায়িত্বভার কাঁধে তুলে নিতে চলেছেন আম আদমি পার্টির সুপ্রিমো। এ দিন সকাল ১০টায় নতুন মন্ত্রিসভার শপথ। এর আগে ২০১৫ সালে এই রামলীলা ময়দানেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি৷ একইসঙ্গে শপথ নেবেন তাঁর মন্ত্রিসভার ৬ সদস্যও।
সূত্রের খবর,নিজের মন্ত্রিসভা অপরিবর্তিত রাখতে পারেন কেজরিওয়াল।রাজনীতির ময়দানে শত্রুতা থাকলেও রামলীলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে ভোলেননি কেজরি। পাশাপাশি দিল্লির ৭ জন সাংসদ এবং নব নির্বাচিত ৮ বিজেপি বিধায়ককের কাছেও আমন্ত্রণপত্র গিয়েছে। তবে এই শপথ অনুষ্ঠান একেবারের ‘দিল্লিকেন্দ্রিক’ রাখার সিদ্ধান্ত নিয়েছে আপ নেতৃত্ব। যে কারণে অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা ভিন রাজ্যের রাজনৈতিক নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে দিল্লির রামলীলা ময়দানে এক লক্ষ লোকের জমায়েত হবে বলেই মনে করছে দিল্লির শাসকদল। পুলিশ সূত্রে খবর, বসার জন্য ৪৫ হাজার চেয়ার থাকছে। তবে, প্রচুর মানুষ ময়দান প্রাঙ্গণে যাতে দাঁড়াতে পারেন, সে ব্যবস্থা থাকছে। পাশাপাশি ১২টি বিশাল মাপের এলইডি স্ক্রিন রামলীলা ময়দানের বিভিন্ন প্রান্তে বসানো থাকবে। তাতে দেখা যাবে শপথগ্রহণের গোটা অনুষ্ঠান।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022