
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যসভায় পেশ করা হল কৃষি সংস্কার সংক্রান্ত দু’টি বিল। লোকসভায় আগেই ধ্বনি ভোটে বিজেপি কৃষি সংক্রান্ত তিনটি বিলই পাশ করিয়ে নিয়েছে। এই বিলকে ‘কৃষকদের মৃত্যু পরোয়ানা’ বলে দেগে দিয়েছে কংগ্রেস। বিলের চরম বিরোধিতা করছে হাত শিবির। প্রস্তাবিত কৃষি বিলের বিরোধিতা করেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির জোটসঙ্গী অকালি দলের হারসিমরাত সিং বাদল। এদিকে, রবিবার এই বিলের প্রতিবাদে হরিয়ানা, রাজস্থানে রাস্তা অবরোধ করেছেন কৃষকরা। এদিন সকাল থেকেই কৃষি বিল নিয়ে রাজ্যসভায় তুমুল হইহট্টগোল চলে। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা। পরে প্রস্তাবিত বিলের খসড়া ছেঁড়ার চেষ্টা করা হয় হয়।
তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, ডিএমকে সাংসদ টি শিবা এবং সিপিএম–এর কেকে রাগেশ বিল রাজ্যসভার সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য সংশোধনী আনেন সংসদের উচ্চ কক্ষে। তৃণমূল সাংসদ ডেরেক সরকারকে প্রশ্ন করেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছে। আপনারা বলেছিলেন ২০২২–এর মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু বর্তমান হার অনুযায়ী, কৃষকদের রোজগার ২০২৮–এর আগে দ্বিগুণ হতে পারবে না।’ বিলের বিরোধীতায় সরব এক সময় বিজেপির জোট সঙ্গী শিবসেনাও। তবে, ভিডিও বার্তায় এই তিনটি বিল নিয়ে কৃষকদের বিভ্রান্ত না হতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এই বিল নিয়ে যে কোনও ভাবেই সরকার পিছু হটবে না, সাফ জানিয়েছেন মোদী। একইসঙ্গে কৃষি বিল নিয়ে কৃষকদের ভুল বোঝানোর অভিযোগ চাপালেন কংগ্রেসের ঘাড়ে। কংগ্রেসকে নিশানা করে মোদী বলেছেন, ‘যারা কয়েক দশক ধরে দেশ শাসন করেছে, তারা এ ইস্যুতে কৃষকদের ভুল বোঝানোর চেষ্টা চালাচ্ছে। তারা কৃষকদের মিথ্যা কথা বলছে।’ কৃষি বিল প্রসঙ্গে মোদী এদিন বলেছেন, ‘কৃষিক্ষেত্রে নতুন স্বাধীনতা দেওয়া হয়েছে কৃষকদের। নিজেদের উৎপাদিত পণ্য় বিক্রির অনেক সুযোগ ও বিকল্প খুঁজে পাবেন তাঁরা। বিলগুলি পাসের জন্য় অভিনন্দন জানাই। ফড়েদের থেকে তাঁদের বাঁচাতে এটা দরকার ছিল। এগুলো কৃষকদের রক্ষাকবচ।’ নমো বলেছেন, ‘কৃষকরা অবগত এবং তাঁরা দেখতে পাবে, কারা ফড়েদের পাশে রয়েছে ও তাঁদের নতুন সুযোগের বিরোধিতা করছে। এমএসপি-র মাধ্য়মে কৃষকদের সঠিক দাম দিতে আমার সররকার বদ্ধপরিকর। তাঁদের উৎপাদিত পণ্য কেনা সরকার চালিয়ে যাবে। গত ৬ বছরে এনডিএ কৃষকদের জন্য যা করেছে, তা কোনও সরকারই এতটা করেনি।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022