কুয়োতে ফেলে গৃহবধূকে খুনের অভিযোগ

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। বিশ্বজিৎ ঘোষ, পশ্চিম বর্ধমান ।।

কুয়োতে ঠেলে মেরে ফেলার অভিযোগ গৃহবধূকে। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ব্যাপক মারধর করলো গৃহবধূর স্বামী ও তার পরিবারের লোকজনকে। মঙ্গলবার সাতসকালে দুর্গাপুরের অন্ডালের উখরার কাঁকর ডাঙা অঞ্চলের এই ঘটনায় উত্তেজনা। মৃতার নাম সবিতা সাউ। অন্ডাল থানার পুলিশ মৃতার স্বামী, জা ও শাশুড়িকে আটক করেছে । বছর তিনেক আগে অন্ডালের উখরার কাঁকরডাঙা অঞ্চলের অরবিন্দ সাউয়ের সাথে বিয়ে হয় বিহারের বাসিন্দা সবিতা সাউয়ের। অভিযোগ বিয়ের পর থেকেই সাংসারিক অশান্তি চলতো এই পরিবারে। 

বছর কুড়ির সবিতা সাউ’কে কেন্দ্র করেই অশান্তি। সবিতার এক মাসি এই অশান্তি মেটানোর চেষ্টা করলেও কাজ হয়নি।অভিযোগ, অশান্তি চরমে পৌঁছায় দিন কয়েক ধরে,.রীতিমতো মারধর শুরু হয়েছিল সবিতাকে, গতকালও নাকি একই ঘটনার পুনুরাবৃত্তি হয়। যার শেষ পরিণতি সবিতার মৃত্যু।মঙ্গলবার সকালে সবিতার মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা চড়াও হয় তার শশুরবাড়িতে। মারধর করা হয় মৃতার স্বামী অরবিন্দ সাউ ও তার পরিবারকে।উত্তেজিত জনতার রোষ আছড়ে পড়ে শশুরবাড়ির লোকজনের ওপর। পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্ত তিনজনকে থানায় নিয়ে যায় ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube