কুয়াশা সরলেই শীতে কাঁপবে বাংলা

নিউজটাইম ওয়েবডেস্ক : সেই নভেম্বর থেকে অপেক্ষায় ছিল শীত-বিলাসীরা।বিগত দু মাসে বঙ্গে শীত কিছুটা খামখেয়ালি ছিল। তবে বছরের শুরুতে স্বমহিমায় ফিরে এলো শীত।গত দু’দিন ধরে শীত কাকে বলে, তা টের পাচ্ছে বঙ্গবাসী।গরম জামা পড়েও কেঁপে উঠছেন অনেকে। এবার শীতের ধার আরও তীক্ষ্ণ হবে, জানালো হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.১, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই শীতল বাতাস ঢুকছে উত্তর ভারতে। এর প্রভাবে রবিবারের মধ্যে অনেকটাই পারদ পড়বে, এমন পূর্বাভাসই পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবারই ১২ ডিগ্রি ছুঁতে পারে পারদ, এমনই ইঙ্গিত।কুয়াশা কাটলেই নাকি শীত পড়বে জাঁকিয়ে।

উত্তরবঙ্গ আগামী ৪৮ ঘন্টা কুয়াশাচ্ছন্ন থাকবে।মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দৃশ্যমানতা আড়াল করবে কুয়াশা।হরিয়ানা,চন্ডিগড় ও দিল্লীতে প্রবল শৈত্যপ্রবাহ চলছে। অন্যদিকে রাজস্থান ও পাঞ্জাবে মৌসম ভবনের তরফ থেকে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube