
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। প্রসেনজিৎ সাহা ।।
মা ও মায়ের প্রেমীকের হাতে খুন হল চার বছরের এক শিশুকে। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার কুলতলী থানার কুন্দখালি গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মৃতদেহ দেখতে পান এলাকার মানুষজন। তার মাকে জিজ্ঞাসাবাদ করলে কোন সদুত্তর না দিতে পারায় এলাকার লোকজন তাকে মারধর শুরু করলে সে জানায় তার প্রেমিক খুন করেছে ছোট্ট সন্তানকে। ঘটনার পর থেকেই পলাতক সেই প্রেমিক। স্থানীয় মানুষরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়, আটক করা হয় তার মাকে। কিভাবে ঘটনাটি ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ। বছর পনেরো আগে বিয়ে স্বামী তোয়েব আলি পিয়াদা সংসার চালাতে কলকাতায় দিন মজুরের কাজ করেন। সেই ফাঁকে কুলতলীর গাজীর হাটের বাসিন্দা আবুল হোসেন শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে পড়েন মাফুজা পিয়াদা। মাঝে মধ্যেই স্বামী কাজে বেরিয়ে গেলে আবুল হোসেন বাড়িতে আসতেন। মঙ্গলবার সকালে স্বামী বাড়িতে না থাকায় বাড়িতে আসে আবুল, দুপুরে দুজন সিদ্ধান্ত নেয় অন্যত্র গিয়ে বিয়ে করবেন। কিন্তু এতে বাধসাধে ছোট ছেলেটি। মাকে ছাড়া সে থাকতে পারবে না, তাই মা ও প্রেমিক দুজনে মিলেই শিশুটিকে খুন করে বলে অভিযোগ স্থানীয়দের। এদিন সন্ধ্যা নাগাদ তারা খবর পান শিশুটি মারা গিয়েছে। তারপরেই সেখানে গিয়ে দেখেন শিশুটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন। তার মাকে জিজ্ঞাসাবাদ করলে সে কিছু না বলায়, তাকে মারধর শুরু করেন এলাকার মানুষজন। এরপরেই খুনের ঘটনার কথা স্বীকার করে মাফুজা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয়, কুলতলী থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি মাফুজাকে আটক করা হয়েছে। অভিযুক্ত আবুল হোসেনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023