কুন্তল-যোগে আজ দ্বিতীয় বারের জন্য তলব বনি সেনগুপ্তকে
6 days ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
কুন্তল ঘোষের সঙ্গে সংযোগ পাওয়া গিয়েছে বনি সেনগুপ্তর। এর আগে দুই দফায় ৯ ঘন্টা জেরা করে হয়েছিল বনি সেনগুপ্তকে। আজ আবারও তাঁর অপেক্ষায় সিজিও কমপ্লেক্সে হাজির ইডি অফিসাররা। কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছে বনির কাছে। এই টাকার উৎস নিয়োগ দুর্নীতি। বনি স্বীকারও করেছেন গাড়ি কেনার জন্য তিনি কুন্তলের কাছ থেকে টাকা নিয়েছেন। সেই টাকার আদানপ্রদানের নথি যাচাই করতেই আজ আবারও হাজির হতে বলা হয়েছে বনিকে।
অভিনেতা বনি সেনগুপ্ত সংবাদমাধ্যমে জানান, তিনি
বনির থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছেন। কিন্তু সেই অর্থ বাবদ তিনি নানা ইভেন্ট করে দেবেন
এমনই কথা বার্তা হয়েছিল। তাই এই বিষয়ে ভালো করে খতিয়ে দেখতেই ইডি তৎপর হয়ে উঠেছে। অন্যদিকে
গতকাল শান্তনু বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ‘নিয়োগ দুর্নীতিতে মাস্টারমাইন্ড
কুন্তল’। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতিতে যেভাবে জট পাকছে, সেই জট কীভাবে খোলে সেইটাই দেখার।