
নিউজটাইম ওয়েবডেস্ক : নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক তথ্য উঠে আসছে, তদন্তে গতি পেতেই।তদন্তে উঠে এসেছে এমন দুটি চরিত্র যা সন্দেহজনক। ‘কালীঘাটের কাকু’র পর ‘রহস্যময়ী নারী’র নাম উঠে এসেছে কুন্তল ঘোষের মুখে। কুন্তল বলছেন, সব টাকা রয়েছে গোপাল দলপতির স্ত্রীর কাছে। কে এই স্ত্রী?উঠে এসেছে হৈমন্তী গাঙ্গুলির নাম।
প্রশ্ন উঠছে, কে এই হৈমন্তী? জানা যাচ্ছে, গোপাল দলপতির নাম জড়িয়েছে চিটফান্ড কেলেঙ্কারি কাণ্ডে। এই গোপাল দলপতির সঙ্গেই ২০১৫ সাল একসঙ্গে থাকতেন পেশায় মডেল হৈমন্তী গাঙ্গুলি। প্রথমে একত্রবাস করতেন দুজনে, এরপর বিয়ে করেছেন, এমন তথ্যও উঠে এসেছে। এই দ্বিতীয় পক্ষের স্ত্রী হৈমন্তীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে গোপাল দলপতির। এই হৈমন্তীর কাছেই সব টাকা আছে বলে অভিযোগ তুলছে কুন্তল ঘোষ।সত্যিই কী হৈমন্তীর কাছেই নিয়োগ দুর্নীতির অর্থ রয়েছে, সে কীভাবে জড়িত, ঘনাচ্ছে রহস্যLatest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023