কুনো জাতীয় উদ্যানে ছাড়া হলে আরও ৩ চিতা

।। স্বর্ণালী মান্না ।।

গত বছর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আনা হয়েছিল ভারতে । শুক্রবার, তাদের মধ্যে অগ্নি, বায়ু ও গামিনী নামক তিন চিতাকে এবার ছেড়ে দেওয়া হল কুনো জাতীয় উদ্যানে । এই নিয়ে মোট ৬ টি চিতাকে ঘেরাটোপের বাইরে পাঠান হল বলে সূত্রের খবর ।এখন ১১টি চিতা ঘেরাটোপের মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে ।

উদ্যান সুত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে আরও একটি চিতাকে ছাড়া হবে উদ্যানে ।এই চিতাগুলির মধ্যে ইতিমধ্যেই সিয়ায়া নামের এক চিতা ৪টি সন্তানের জন্ম দেয় ।যার জেরে এখনই বাইরে ছাড়া হচ্ছে না তাকে । কয়েকদিন আগেই ওবান নামক এক পুরুষ চিতা সংরক্ষণ এলাকা ছেড়ে বেড়িয়ে গেলেও তাঁকে ফিরিয়ে আনা হয়েছে বলে উদ্যান কর্তৃপক্ষ জানান ।

সেপ্টেম্বরে ৮টি নামিবিয়ান চিতার পর ফেব্রুয়ারিতে ১২টি দক্ষিণ আফ্রিকান চিতা কুনো জাতীয় উদ্যানে পুনর্বাসন করা হয় ।তবে গত দু’মাসে দক্ষ, সাশা ও উদয় নামক ৩ চিতা মারা যায় ।এই মুহূর্তে ঘেরাটোপের মধ্যে রয়েছে ১৫টি চিতা যাদের মধ্যে ৪ টি হল চিতা শাবক ।

এর আগে ১৯৪৭ সালে শেষ চিতা মারা যায় ভারতের করিয়া জেলায় ।এর পরেই ১৯৫২ সালে ভারতে চিতাকে বিলুপ্ত ঘোষণা করে দেওয়া হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube