কুড়মি আন্দোলন নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

।। সুকমল ঘোষ ।।

কুড়মি আন্দোলন নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি । ১৪ মে আদিবাসী জমায়েতের ডাক জেলা তৃণমূলের এই হেভিওয়েট নেতার ।

তিনি জানান, “কুড়মিদের আন্দোলনের সর্বাত্মক বিরোধীতা করা হবে ! কিছু কুড়মী নেতা স্বঘোষিত খালিস্তানি নেতার মতো আচরণ করছেন । সরকারকে টেনে নামানোর চেষ্টা যারা করছেন তাদের কোনোভাবেই সমর্থন নয়” ।

এবার কুড়মিদের সাথে কার্যত সম্মুখ সমরে শাসক দল তৃণমূল । কুড়মি নেতাদের খালিস্থানি নেতা বলে আখ্যা দিলেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি । উল্লেখ্য, এস টি তালিকাভুক্তির ক্ষেত্রে সিআরআই রিপোর্টের ওপর রাজ্যের তরফে জাস্টিফিকেশন পাঠাতে হবে কেন্দ্রের কাছে । এই দাবিকে সামনে রেখে টানা আন্দোলন জারি কুড়মি জনজাতির মানুষদের ।

সাম্প্রতিক সময়ে দিনের পর দিন অবরুদ্ধ হয়েছে রেল চলাচল । কুড়মি আন্দোলনের জেরে জাতীয় সড়কে গড়ায়নি গাড়ির চাকা । রাজ্যের তরফে বৈঠকের ডাক পেয়েও আশানুরূপ ফল না মেলায় কুড়মিদের দেওয়ালে কোন রাজনৈতিক প্রচার নয় বলে সম্প্রতি ফরমান জারি করেছে কুড়মি সংগঠন ঘাঘরগেরা কেন্দ্রীয় কমিটি ।

জঙ্গলমহলের একাধিক এলাকায় কুড়মিরা রাজনৈতিক দলের বিজ্ঞাপন মুছে সেখানে জয় গরাম লিখে দিয়েছে । এই আবহেই অজিত মাইতির গলায় রীতিমতো হুমকির সুর । তৃণমূলকে ও সরকারকে ছোট করার চেষ্টা করা হচ্ছে এই আন্দোলনের মধ্যে দিয়ে । তাই এই আন্দোলনের সর্বাত্মক বিরোধিতা করা হবে! কোথাও এই আন্দোলনকে মদত করা হবে না বলেও দাবি অজিত মাইতির । শুধু এখানেই শেষ নয়! কুড়মি আন্দোলনের পিছনে বিরোধী রাজনৈতিক দলগুলির মদত রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন অজিত মাইতি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube