
নিউজটাইম ওয়েবডেস্ক : কপালে তাঁর চন্দনের তিলক। দেখতে যেন হুবহু রানু মণ্ডল। তাঁর কন্ঠে আরও একবার ‘তেরি মেরি কাহানি’ শুনলেন নেটিজেনরা। তবে তা লতাজি’র অনুকরণ করে গাওয়া নয়। এবার তিনি কীর্তনের মোড়কে মুড়ে এই গানকে এক নতুন ভাবে তুলে ধরেছেন। অনিত খাখলারি নামে এক ব্যক্তি সম্প্রতি তাঁর ফেসবুক পেজ থেকে তাঁর গানেই ওই ভিডিওটি শেয়ার করেন। বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।
অনিত খাখলারি নামের ওই ব্যক্তি অসমের বাসিন্দা। ভিডিওটি পোস্ট করার সময় তার সাথে তিনি একটি ক্যাপশানও লেখেন, ”রানু মণ্ডলের বোন, এ এক নতুন তেরি মেরি কাহানি।” ভিডিওটি ফেসবুকে পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয় ভিডিওটি। অনেকেই আবার ওই মহিলাকে রানু ‘মন্ডলের বোন’-এই মতো বলেও মনে করেছেন। তবে এই মহিলার পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি রানু মন্ডলের সাথে তাঁর সম্পর্ক নিয়েও রয়ে গিয়েছে ধোঁয়াশা।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023