
নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। শিশু থেকে বৃদ্ধ, মারণ ছোবল হয়ে প্রাণ কেড়ে নিচ্ছে এই ভাইরাস। এই রোগ নতুন এই রাজ্যের মানুষের কাছে, তাই অনেকেই বুঝতে পারছেন না অ্যাডিনো হয়েছে, ফলে চিকিৎসা পেতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। যতক্ষণে হয়তো চিকিৎসকের কাছে পৌছাচ্ছেন, ততক্ষণে সব শেষ। তাই আগে থেকে অ্যাডিনো সম্পর্কে জেনে রাখা ভালো।
অ্যাডিনো ভাইরাস কী? অ্যাডিনো ভাইরাস সাধারণ ফ্লু এর মতোই। শীতের শেষ কিংবা বসন্তের শুরুর দিকে এই ভাইরাস আক্রমণ করে। রিসার্চ করে মোট ৫০ ধরনের অ্যাডিনো ভাইরাস পাওয়া গিয়েছে। অন্যান্য ফ্লু এর মতোই এর লক্ষণ সাধারণ সর্দি কাশি। কাদের অ্যাডিনো বেশি হয়? ৫ বছরের নীচে শিশুরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হয়। বয়স্কদের মধ্যে এই ভাইরাস আক্রমণ করে, যদি তাঁরা খুব ভিড়ে গিয়ে থাকেন। করোনার মতোই যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম তাঁদের মধ্যে অ্যাডিনো ভাইরাস আক্রমণ করে। অ্যাডিনোর লক্ষণ কী? কফ বসে যাওয়া, জ্বর, নাক দিয়ে অনবরত জল পড়া, ঠোঁটে ঘা হয়ে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, কাশি হওয়া, এই সবই অ্যাডিনো ভাইরাসের লক্ষণ।নার্ভাস সিস্টেমে আক্রমণ করতে পারে এই ভাইরাস। তাছাড়া নাক বন্ধ হয়ে যাওয়া, বমি হওয়া এই গুলিও অ্যাডিনো ভাইরাসের লক্ষণ। প্রতিকার কীসে? রাজ্যে অ্যাডিনো ভাইরাস যে কেবল থাবা বসাচ্ছে তাই-ই নয়, বেশ কয়েকটি প্রাণও কেড়ে নিয়েছে। চিকিৎসকেরা বলছেন, যাতে কোনওভাবে ঠান্ডা না লাগে সেইদিকে খেয়াল রাখতে হবে। ভিড় জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। হাত স্যানিটাইজ করতে হবে। এবং অ্যাডিনো ভাইরাসের কোনও লক্ষণ দেখা গেলে সত্বর হাসপাতালে কিংবা চিকিৎসকের সঙ্গে দেখা করতে হবে।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023