
নিউজটাইম ওয়েবডেস্ক : একদিনের ম্যাচে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে রানের পাহাড়ে তুলে দিলেন শ্রেয়স আইয়ার। ১৬টি একদিনের ম্যাচ খেলে হ্যামিলটনে প্রথম তিন অংকের স্কোরে পৌঁছলেন তিনি। তাঁর সৌজন্যে ভারত পৌঁছে গেল ৩৪৭ রানে।
এ দিন টসে জিতে বিরাটদের ব্যাট করতে পাঠিয়েছিল কিউয়িরা। দুই ওপেনার পড়ে যাওয়ার পর অধিনায়কের সঙ্গে খেলার রাশ ধরেন শ্রেয়স। বিরাট হাফ সেঞ্চুরি করে আউট হয়ে গেলেও লড়াই চালিয়ে যান শ্রেয়স। এরপর লোকেশ রাহুলের সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে তোলেন। ১০১ বলে নিজের শতরান পূরণ করেন শ্রেয়স। ১০৩ রানে আউট হয়ে যান তিনি। তাঁর ইনিংস সাজানো ১১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে। চতুর্থ উইকেটে ১০৫ বলে ওঠে ১৩৬ রান। এরপর রাহুলকে সঙ্গে নিয়ে ভারতকে রানের পাহাড়ে তুলে দেন কেদার যাদব। ১৫ বলে ২৮ রান করেন তিনি। ৫০ ওভারে ৪ উইকেটে ৩৪৭ রান তোলে ভারত। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ছুড়ে দেয় বিরাট টার্গেট।টি-২০ সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করার পর এ বার একদিনের সিরিজের শুরুটা দুর্দান্ত করেছে টিম ইন্ডিয়া।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022