
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের মোটেই স্বাভাবিক হয়নি করোনা পরিস্থিতি। প্রায় প্রতিদিনই রেকর্ড গড়ছে বাংলায় আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন মানুষ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৮৭ জন। এই পরিস্থিতিতে ফের সোমবার থেকেই খোলা হচ্ছে সরকারি অফিস থেকে শুরু করে মল,রেঁস্তোরা,হোটেল এমনকি ধর্মস্থানও। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যে বেসরকারি বা সরকারি পরিবহণ ব্যবস্থা সেভাবে স্বাভাবিক না হওয়ার করানে সাধারণ মানুষকে বেশ কিছুটা ঝোক্কি পোহাতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এবিষয়ে পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, তারা যদি এখন ১০০০ এর বেশি বাসও রাস্তায় নামায় তাহলেও কোনভাবে স্বাভাবিক পরিষেবা প্রদান সম্ভব নয়। এই পরিস্থিতিতে যে সংখ্যক বাস ও মিনিবাস নামাতে তারা সক্ষম, সেটাও স্বাভাবিকের তুলনায় অনেক কম বলে দাবি তাদের। কতকাতা সহ রাজ্য জুড়ে মোট ২৪ হাজার বেসরকারি এবং ২৫০০ টি সরকারি বাস চলে। তবে সোমবার তার ৩০ শতাংশ বাসও রাস্তায় নামবে কিনা সেটা নিয়েই এখন সন্দেহ। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতায় সমস্ত সরকারি বাস নামানো হবে। তবো মোট ৬০ শতাংশের বেশি বাস নামানো সম্ভব নয়। যার জেরে ব্যহত হবে স্বাভাবিক পরিবহণ ব্যবস্থা। তবে অফিসের জন্য এদিন ৭টা থেকে সাড়ে ১০টা বেশি বাস চালানো হবে বলে দাবি পরিবহণ দফতরের।Latest posts by news_time (see all)
- কান্দিতে উদ্ধার তাজা বোমা - June 1, 2023
- ফের পথ দুর্ঘটনা - June 1, 2023
- ভোটের রাজনীতিতে ক্ষুন্ন শ্রমিক স্বার্থ, সরব আইএনটিটিইউসি-র সম্পাদক - May 31, 2023