
নিউজটাইম ওয়েবডেস্ক : বাজারে দু ধরনের আঙুর পাওয়া যায়। কালো আঙুর ও সবুজ আঙুর। এর মধ্যে সবুজ আঙুর সারা বছর পাওয়া যায় বাজারে। ফলে এর চাহিদা বেশি। আবার কালো আঙুর সেই জায়গায় ব্রাত্য হয়ে থাকে।তবে কালো আঙুরের উপকারিতা জানলে আপনি সিদ্ধান্ত বদল করতে পারেন।
অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ: কালো আঙুরে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের কোষগুলিকে ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে। ক্যানসার, ডায়াবেটিস, অ্যালজাইমার এমনকি হার্টের অসুখের সঙ্গে লড়তে সাহয্য করে কালো আঙুরের পুষ্টি। মস্তিষ্কের স্বাস্থ্য: শুধুমাত্র শারীরিক নয়, মস্তিষ্কের স্বাস্থ্যতেও কালো আঙুরের উপকারিতা অনেক। চিকিৎসকেরা বলছেন, প্রতিদিন কালো আঙুর খেলে প্রচুর পরিমাণে ফ্লাভানলস যায় শরীরের যা ভুলে যাওয়ার সমস্যা থেকে মস্তিষ্ককে সুরক্ষিত রাখে। ওজন কমাতে: কালো আঙুরে ক্যালোরি থাকে কম। থাকে না ফ্যাট।এক কাপ আঙুরে মাত্র ১০০ ক্যালোরি থাকে। তবে ৮০ শতাংশ জলের পরিমাণ থাকে এতে। আঙুর খেলে পুষ্টিও পাওয়া যাবে অথচ ফ্যাট-ক্যালোরিও এড়ানো যাবে। ফলে ডায়েটে রাখতে পারেন কালো আঙুর।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023