
কিছুদিন আগেই কালিয়াগঞ্জে ধর্ষণ করে খুন করার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা রাজ্য । এমনকি এখনও কালিয়াগঞ্জ যথেষ্ট উত্তপ্ত । কার্যতই সেই রেশ কাটেনি এখনও । আর তার মধ্যেই ঘটল একই ঘটনা মালদারব কালিয়াচক এলাকায় ।
মালদার কালিয়াচক থানার আকুন্দবাড়ীয়া গ্রাম পঞ্চায়েতের উজিরপুর গ্রামে এক জমি থেকে যুবতীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার সকালে। ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ। স্থানীয়রা সকালে প্রথমে যুবতীকে চাষের জমিতে দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশকে।
স্থানীয়দের অভিযোগ ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছেন গ্রামবাসীরা। যুবতীকে স্থানীয় নয় বলে জানা যাচ্ছে। কে বা কারা তাকে বাইরে থেকে নিয়ে এসে এখানে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করেছে এমনই জানাচ্ছেন স্থানীয়রা। যদিও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কালিয়াচক থানার পুলিশ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।
ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা । তোপ দেগেছেন শাসক দলকে । পরপর একই ঘটনা প্রশ্ন তুলছে রাজ্যের শাসন ব্যবস্থা ও নিয়মশৃঙ্খলা নিয়ে ।
- ক্রেতা সেজে সোনার দোকানে ৮-১০ লক্ষ টাকার গয়না চুরি! - June 2, 2023
- অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর - May 26, 2023
- স্বস্তি পেলেন না অভিষেক, বাধা নেই সিবিআই জিজ্ঞাসাবাদে - May 26, 2023