
নিউজটাইম ওয়েবডেস্ক : ক্যালেন্ডার বলছে এটা বসন্তকাল। কিন্তু বর্ষাদেবী যেন তার অধিপত্য ছাড়তে নারাজ। তাই ফাল্গুন মাসের শুরুতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। তবে শুধু ঝোড়ো হাওয়াই নয়, পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিও হবে উত্তর ও দক্ষিনবঙ্গে। তবে এই আবহাওয়া সপ্তাহজুড়েই রাজ্যে বিরাজমান থাকবে।
বুধবার রাতে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়। দফায় দফায় বিভিন্ন জেলায় আগামী তিনদিন এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ই ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, বর্ধমান ও নদীয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে বৃষ্টির প্রকোপ থেকে মুক্তি পাবেনা উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রের খবর, হালকা থেকে মাঝারি বৃষ্টি ভিজতে চলেছে উত্তরবঙ্গের ৫ জেলা। বৃহস্পতিবার কালবৈশাখী আশঙ্কা রয়েছে রাজ্যজুড়ে। এছাড়া বৃহস্পতি ও শুক্রবার ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় বইবে। সাথে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। মূলত বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় ও মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্তের জেরে মেঘ জমেছে ঝাড়খণ্ডে। সেখান থেকেই পরে তা ধেয়ে আসে কলকাতার দিকে। রাজ্যের বিভিন্ন জেলায় এই বৃষ্টির প্রভাবে তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। যার ফরে বসন্তেও শীতের আমেজ বজায় রয়েছে রাজ্যে।Latest posts by news_time (see all)
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023
- শ্রীলঙ্কার এক ব্যক্তিকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী - March 25, 2023