কালবৈশাখীর আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস

ফের ধেয়ে আসছে কালবৈশাখী । তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ।

আজ অর্থাৎ, ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা । কারণ স্বরূপ জানানো হচ্ছে একটি অক্ষরেখা পশ্চিম পূর্ব রাজস্থান থেকে ঝাড়খন্ড এবং পশ্চিম বঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত।এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগরের উপর থেকে আসছে আমাদের রাজ্যে । ফলতই ঝড় বৃষ্টির পূর্বাভাস । বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি প্রায় ২০শে মার্চ পর্যন্ত চলতে পারে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে শুধুমাত্র বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে ।১৮ তারিখ ও উত্তরবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবে। ১৯ তারিখে মালদা এবং দুই দিনাজপুর ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে ।

দক্ষিণবঙ্গের জেলাগুলো আজ বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি এবং শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ১৮ তারিখ ১৯ তারিখ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে। তাছাড়া ১৯ তারিখে দুই ২৪ পরগনা মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । ২০ শে মার্চও ঝড়-বৃষ্টি বজায় থাকবে, ২১ তারিখে ধীরে ধীরে ঝড়-বৃষ্টি কমতে পারে । এই ঝড় বৃষ্টিতে প্রত্যেকটা জায়গাতেই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিস থেকে জারি করা হয়েছে সতর্কতা বার্তা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube