মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা

।।স্বর্ণালী মান্না ।।

স্কুলের পাট চুকিয়েছেন বহুদিন আগে । ফিরে এলেন নতুন উদ্যোগ নিয়ে । মুম্বাইয়ের গোরেগাঁওয়ে, মিঠা নগর মিউনিসিপ্যাল স্কুলে ভিত্তিগত শিক্ষার প্রচার করতে আসেন ইউনিসেফের গুডুইল অ্যাম্বাসাডর কারিনা কাপুর খান ।

স্কুলের শিক্ষক, পড়ুয়া ও অন্যান্যরা তাঁকে স্কুলে স্বাগত জানান ।এক পড়ুয়া তাঁকে লাল গোলাপ উপহার দেন । তিনিও হাত জোর করে নমস্কার জানান সকলকে । শিক্ষকদের সাথে কথা বলে জেনে নেন প্যান্ডেমিক চলাকালীন ও তার পরে পড়ুয়ারা কিভাবে তাদের পড়াশোনা চালিয়েছে । এই সবই তিনি ভাগ করে নিয়েছেন তাঁর ভক্তদের সাথে ইনস্টাগ্রামে ছবির মাধ্যমে । অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি পড়ুয়াদের সাথে পড়ছেন, আলোচনা করছেন তাদের ভালো লাগার বিষয়গুলি নিয়ে ।

পরে একটি অনুষ্ঠানে “জব উই মেট” খ্যাত নায়িকা জানান যে তিনি প্রথমত একজন মা হিসেবে ওখানে যান, তার পর ইউনিসেফের দূত হয়ে নিজের দায়িত্ত্ব পালন করেন ।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube