
নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার সকালে ঠান্ডা পানীয় কারখানার দুর্ঘটনাস্থল খতিয়ে দেখলেন রাজপুর সোনারপুর পৌরসভার এমআইসি নজরুল আলী মন্ডল ও ২৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল দাস। সোমবার বিকেলে এই ঠান্ডা পানীয়র প্ল্যান্টের অ্যামোনিয়া গ্যাস লিক করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন এসে বেশ কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছিল এনডিআরএফ-এর দল। মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকরা কারখানাতে এলেও কাজ শুরু হয়নি। এমআইসি নজরুল আলী মন্ডল জানিয়েছেন, ফায়ার ব্রিগেড, জেলা প্রশাসন, পৌরসভা ও পুলিশ যৌথভাবে পরিদর্শন করার পরে সিদ্ধান্ত নেওয়া হবে কারখানাতে কবে থেকে কাজ শুরু হবে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023