
নিউজটাইম ওয়েবডেস্ক : কল্পতরু উৎসব পালিত হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামার পুকুরেl সকালে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিশেষ পূজা অর্চনা যা সারাদিন ধরে চলবেl এই বিশেষ দিনে ঠাকুরকে দর্শন করার জন্য প্রচুর ভক্ত সমাগম হয়েছে মন্দির প্রাঙ্গণেl আজকের দিনে মন্দিরে আসতে পেরে খুশি ভক্তরাl মঠের অধ্যক্ষ স্বামী লোকত্তরা নন্দ মহারাজ জানান ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আজকের দিনে কল্পতরু হয়েছিল,সেই দিনটিকে স্মরণ করে এই বিশেষ উৎসবl
অন্যদিকে প্রতি বছরের মতো এবছরও বর্ষবরণের দিনে উদযাপিত হচ্ছে ‘কল্পতরু উৎসব’। রবিবার সকাল থেকেই জয়রামবাটি মাতৃ মন্দিরে এই উপলক্ষ্যে ভক্তদের ঢল নেমেছে। মাতৃমন্দিরে চলছে বিশেষ মঙ্গলারতি, পূজা পাঠ সহ অন্যান্য অনুষ্ঠান। প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ জানুয়ারি ‘কল্পতরু’ অবতারে অবতীর্ণ হন ঠাকুর শ্রী রামকৃষ্ণপরমহংসদেব। তারপর থেকেই বিশেষ এই দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ ও প্রতিষ্ঠান গুলির তরফে ‘কল্পতরু উৎসব’ উদযাপিত হচ্ছে। মানুষের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিন পরমহংস দেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়। প্রতিবারই বছরের শুরুতেই ব্যাপক ভক্ত সমাগম হয় জয়রামবাটিতে। ‘কল্পতরু উৎসবে’ যোগ দেন বহু মানুষ। মাতৃমন্দিরে দিনভর চলে হোম-যজ্ঞ ও পুজোপাঠ। এবছরও তার ব্যতিক্রম হয়নি।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023