কানপুরে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৮ পুলিশ কর্মীর, শোক বার্তা মুখ্যমন্ত্রী ‌যোগী আদিত্যনাথের

নিউজটাইম ওয়েবডেস্ক : দুস্কৃতিদের সাথে এনকাউন্টারে প্রাণ হারালেন ৮ জন পুলিশ। এই ঘটনা ঘঠল উত্তর প্রদেশের কানপুরে। কানপিরের বিকারু গ্রামে এক দাগী আসামীকে ধরতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে একজন ডেপুটি পুলিশ সুপার, ৩ সাব ইনস্পেক্টর, ও ৪ কনস্টেবল সহ ৮ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। এছআড়া ৪ জন আহত অবস্থায় হাসপাতালে আছেন। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে ৩ জন দুস্কৃতিরও। বৃহস্পতিবার মধ্যরাতে লখনউ থেকে ১৫০ কিমি দুরে বিকারু গ্রামে ঘটে এই ঘটনা। এই পুলিশ কর্মীদের মৃত্যুতে শেক প্রকাশ করছেন ‌যোগী আদিত্যনাথ।

সুত্রের খবর প্রায় ৬০ টি মামলায় জড়িত বিকাশ দুবে নামে এক দাগী আসামীকে গ্রেফতার করতে গেছিল এই দল। তবে গ্রামে ঢোকার মুখে রাস্তা বন্ধ থাকায় গাড়ি থেকে নেমে তারা পা‌য়ে হেঁটে ঢোকেন এবং তখনই আশেপাশএর বাড়ির ছাদ থেকে তিনদিক থেকে এলোপাথাড়ি গুলি করতে থাকে দুস্কৃতিরা। এতেই মৃত্যু হয় ৮ জন পুলিশ কর্মীর, এরপর তাদের গুলিতে মৃত্যু হয়েছে তিন দুস্কৃতিরও। তবে গ্রেফতার করা হয়নি বিকাশকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube