
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা পরিস্থিতি দীর্ঘ আড়াই মাস লকডাউনের জেরে টালমাটাল অবস্থা দেশের অর্থনীতির। এই পরিস্থিতিতে ভিন রাজ্যে কাজ হারানো আইটি কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ নিল মমতা সরকার। নবান্নের তরফে ইতিমধ্যেই একটি ওয়েব পোর্টাল লঞ্চ করা হয়েছে। যার মাধ্যমে তাঁরা কাজ খুঁজতে পারবে। বুধবার সেই বিষয়টি ট্যুইট করে জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
মারণ ভাইরাস করোনা জীবনের সাথে সাথে কেড়ে নিয়েছে বহু মানুষের জীবিকাও। সম্প্রতি ভিন রাজ্য থেকে যোসমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন তাঁদের জন্য ১০০ দিনের কাজের সুযোগ বাড়ানোর কথা বলেছেন মমতা বন্দোপাধ্যায়। এবার একইভাবে আইটি কর্মীদের জন্যও নয়া পদক্ষেপ গ্রহন করল নবান্ন। জানা গিয়েছে, পোর্টালটি লঞ্চ করার ঘন্টা তিনেকের মধ্যেই ৪ হাজারের বেশি মানুষ তা ভিজিট করেন। এমনকি এখনও পর্যন্ত ২৫০ জন রেজিস্ট্রেশনও করে ফলেছেন। অর্থমন্ত্রী অমিক মিত্রের কথায়, এই পোর্টালের দৌলতে অনেকেই নিজেদের পছন্ত মতো কাজ খুজতে পারবেন।
Latest posts by news_time (see all)
- সাপের কামড়ে ফের ওঝা গুনিনের দ্বারস্থ, ফলে মৃত্যু - June 1, 2023
- অমিল বেতন, বিক্ষোভে কর্মচারীরা - June 1, 2023
- কান্দিতে উদ্ধার তাজা বোমা - June 1, 2023