
কাজীপাড়ার ঘটনার পুনরাবৃত্তি নিয়ে বেশ আশঙ্কায় আছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি । তাঁর মতে, কেউ ভোট ব্যাঙ্ক ধরে রাখার জন্য, কেউ সংগঠনকে চাঙ্গা করার জন্য, আবার কেউ ভোট ব্যাঙ্কে ফিরিয়ে আনার জন্য এমন ঘটনা ঘটাতে পারেন ।
এই একই প্রসঙ্গে তিনি আরও বলেন, যারা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, সে তারা যে রাজনৈতিক দলেরই হন না কেন, তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক । পাশাপাশি তিনি বাংলার মানুষকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে, সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছেন । তাঁর পরামর্শ অনুযায়ী, এক পক্ষ উত্তপ্ত হলেও অন্য পক্ষ যেন সংযত থাকেন ।
আইনের উর্ধ্বে কেউ নয়, তাই পরামর্শ দিয়েছেন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে ।তাঁর দাবি, যে আইন বিরোধী কাজ করবে তাঁকে কঠোর শাস্তি দিতে হবে ।
Latest posts by news_time (see all)
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023