কাঁথি শহরের রামনবমী

অনিমেশ প্রামাণিক

কাঁথি শহরে রামনবমী উপলক্ষে দুটি ভিন্ন শোভাযাত্রা আজ পুরো শহর পরিক্রমা করল । একটি মিছিলে দেখা গেল বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের কর্মকর্তাদের ও বিজেপির নেতৃত্বদের । অন্যদিকে, অপর শোভাযাত্রায় দেখা গেল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ।

একটি শোভাযাত্রার অংশগ্রহণকারীদের মাথায় “জয় শ্রীরাম” লেখা ফেট্টি । আর অপরটিতে অংশগ্রহণকারীদের মাথায় “জয় বাংলা” লেখা ফেট্টি । এই দুই দলের শোভাযাত্রা ঘিরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মত ।

মাথায় গেরুয়া পাগড়ী দিয়ে স্থানীয় বিজেপি কর্মীদের সাথে রামনবমীর মিছিলে হাঁটতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, সৌমেন্দু অধিকারীকে। মাথায় “জয় শ্রীরাম” ফেট্টি পরা রামভক্তদের মিছিল শুরু হয় কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন, ক্ষুদিরাম বোসের মূর্তির সামনে থেকে । কাঁথি কলেজের সামনে দিয়ে ভবতারিনী মন্দির, রাজাবাজার, পোস্ট অফিস মোড়, চৌরঙ্গী, রূপশ্রী বাসস্ট্যান্ড হয়ে মিছিল শেষ হয় মেছেদা বাইপাসে ।

অপরদিকে মাথায় “জয় বাংলা” ফেট্টিধারী রাম ভক্তদের শোভাযাত্রা শুরু হয় ডরমেটরি মাঠ থেকে। চৌরঙ্গী, ক্যালটেক্স মোড়, ক্যানেল পাড়, রাজাবাজার, পোস্ট অফিস মোড় হয়ে চৌরঙ্গী দিয়ে রূপশ্রী বাসস্ট্যান্ড হয়ে মিছিল শেষ হয় মেছেদা বাইপাসে। সবমিলে শান্তিপূর্ণ ভাবেই শেষ হল কাঁথির রাম নবমীর মিছিল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube