
।। প্রদীপ সরকার ।।
জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারি : কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী। যাকে ঘিরে চাঞ্চল্য ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ে। কলেজ সূত্রে খবর, এক ছাত্রী কলেজের তিনতলা থেকে পড়ে যায়। তবে ছাত্রী নিজেই ঝাপ দিয়েছে নাকি পড়ে গিয়েছে তার রহস্য এখনও ভেদ হয় নি।
ঘটনার পরই কলেজ কর্তৃপক্ষ এবং অন্যান্য পড়ুয়ারা দ্রুত ছাত্রীকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ছাত্রীর পরিস্থিতি অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে।খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা হাসপাতালে গিয়েছে।
পুলিশ ঘটনার অভ্যন্তরীন ভাবে তদন্ত শুরু করেছে।কলেজের অপর পড়ুয়াদের কথায়,ছাত্রী তিনতলাতেই ছিল।মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছে নাকি অন্য কোনও ঘটনা রয়েছে তা এখনও জানা নেই।ছাত্রী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।মাথায় এবং থুতনিতে আঘাত লাগায় সে কথা বলছে না।ছাত্রী সুস্থ হয়ে উঠলেই ঘটনা সম্পর্কে স্পষ্ট জানা যাবে।
এই বিষয়ে কলেজের এক কর্মী বলেন এক ছাত্রী কলেজের তিন তলা থেকে পড়ে যায়।তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসি।কি কারণে এমন ঘটনা ঘটল তা জানা যায়নি।
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023