
নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে তৃতীয় বর্ষের অন্তিম পরীক্ষা, ইউজিসির দাবিতে শীলমোহর সুপ্রিম কোর্টের। কোনো রাজ্য পরীক্ষা ছাড়া উত্তীর্ণ করতে পারবেনা পড়ুয়াদের। তবে রাজ্যগুলি চাইলে এই পরীক্ষা পেছিয়ে দিতে পারে বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত।
করোনা আবহে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই পরিস্থিতিতে পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়বে বলে দাবি করা হয়। এবিষয়ে বেশ কিছু পিটিশনও জমা পড়েছে ইতিমধ্যেই। পিটিশন দাখিল করেছিল আদিত্য ঠাকরের যুব সেনাও। এছাড়াও লকডাউন চলাকালীন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এর মধ্যে পরীক্ষার আয়োজন করাও বেশ অসুবিধাজনক হবে বলে মনে করছেন। তাই পরীক্ষা বাতিল করার আর্জি জানানো হয়েছিল সর্বোচ্চ আদালতে। পিটিশনাররা এই বিষয়ে বলেন, ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা ৫ টি সেমেস্টার দিয়েছেন, এবং তার প্রাপ্ত নম্বর অনুযায়ী তাদের সিজিপিএও নির্ধারিত হয়েছে। এর ভিত্তিতেই প্রকাশ করা যেত চুড়ান্ত বর্ষের ফলও। ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই আর্জি করা হলেও, সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানানো হয় পরীক্ষা ছাড়া ডিগ্রি দেওয়া যায়না। সেপ্টম্বরের শেষেই পরীক্ষার আয়োজন করতে বলে ইউজিসি। রাজ্যগুলির আভ্যন্তরীণ মূল্যয়ন না দেখে ইউজিসির সিদ্ধান্তেই সায় দিয়েছে মুপ্রিম কোর্ট। তবে তার সাথে এও জানান হয়েছে রাজ্যগুলি চাইলে পেছোতে পারে পরীক্ষার সময়, কিন্তু বাতিল করা যাবেনা। করোনা আবহের জন্য রাজ্যগুলির যদি ২০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতে আপত্তি থাকে তবে তা জানাতে পারে ইউজিসিকে। এই দিন ভিডিও কনফারেন্সিংএর মাধ্যমে এই রায় দেয় বেঞ্চ। অগাস্ট মাসে দিল্লি ও মহারাষ্ট্রের সমস্ত কলেজের অন্তিম বর্ষের পরীক্ষা বাতিল করা হয়। এই নিয়ে প্রথম থেকেই দ্বিমত ছিল ইউজিসির। এই বাতিল করা ছাত্রছাত্রীদের মনে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করেন কর্তৃপক্ষ। অন্যদিকে শুক্রবার জেইই, নিট পরীক্ষা পেছিয়ে দেওয়ার জন্য পিটিশন দাখিল হবে শুক্রবার। পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্য একত্রে এই মামলা করচে। অন্য রাজ্যগুলি – পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়, রাজস্থান ও পুদুচেরি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022