কলার টিউনে করোনা সতর্কতা, কিভাবে এড়াবেন? জেনে নিন

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে সিটিয়ে রয়েছে বিশ্ববাসী। করোনার আতুড়ঘর চিনে ইতিমধ্যেই এই মারণ ভাইরাস মহামারীর রূপ ধারন করেছে। চিন ছাড়াও ইতালি, ইরান, আমেরিকা ও ভারতের মতো একাধিক দেশে বাড়ছে এই ভাইরাসের সংক্রমণ। শেষ পাওয়া খবর অনু‌যায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬১।

করোনা সংক্রমণের পর থেকেই এদেশে প্রশাসনের তরফে নানান সতর্কতা অবলম্বন করা হয়েছে। কেরলের একাধিক জেলায় জারি হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা। এমতাবস্থায় দেশের বিভিন্ন টেলিকম সংস্থা কলার টিউনে জুড়ে দিয়েছে করোনা সংক্রান্ত সতর্কবার্তা। প্রথমে এই ধরনের কলার টিউন দিতে শোনা ‌যায় জিওকে। পরে একে একে সেই পথে হাঁটে এয়ারটেল, বিএসএনএল ও ভোডাফোনের মতো সংস্থাগুলি।

কিন্তু এই ‘ডিফল্ট’ কলার টিউনের জন্য বিরক্ত বোধ করছেন অনেকেই। এই ‘ডিফল্ট’ কলার টিউন ব্যবহার করায় ফোন করলেই প্রথমে শোনা ‌যাচ্ছে দু’বার কাশির শব্দ। তারপর কলার টিউনের মাধ্যমে করোনা থেকে সতর্ক থাকার জন্য বার্তা দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রেই এই কলার টিউন শুনে বিরক্ত হচ্ছেন অনেকেই। কিন্তু কিভাবে তা এড়িয়ে ‌যাবেন তা বুঝতে পারছেননা। তবে এপনি চাইলেই কিন্তু এই কলার টিউন এড়িয়ে ‌যেতে পারেন। কিন্তু কিভাবে?

অপনি ‌যখন কাউকে ফোন করছেন তখন কলার টিউন হিসাবে করোনা সতর্কবার্তা বেজে উঠলেই সাথে সাথে ১ টিপুন। সাথে সাথেই তখন মেসেজ বন্ধ হয়ে স্বাভাবিক কলার টিউন বা রিং টোন বাজতে শুরু করবে। তবে এটা কোন চিরস্থায়ী পদ্ধতি নয়। একবার কাউকে ফোন করার পর ‌যখন আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন তখন শুধুমাত্র সেই কলের জন্য্ই আপনি ওই মেসেজটি এড়িয়ে ‌যেতে পারবেন। তবে পরবর্তী কলের জন্য আপনাকে আবারও এই একই পদ্ধতি অবলম্বন করতে হবে।    

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube