‘কলকাতা আমি দুঃখিত’, বারবার ক্ষমা চেয়ে কার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অরিজিৎ?

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ১৮ ফেব্রুয়ারি কলকাতার অ্যাকোয়াটিকায় গানের কনসার্ট করে গিয়েছিলেন অরিজিৎ সিং।অনুষ্ঠান শেষের পরেও কলকাতাবাসী আচ্ছন্ন ছিল তাঁর অনুষ্ঠান নিয়ে। যে অরিজিৎ মাত্র কয়েকঘন্টাতেই তৃপ্ত করেছিল কলকাতাবাসীকে, সেই কলকাতাবাসীর কাছেই বারংবার ক্ষমা চাইলেন অরিজিৎ।

অরিজিৎ আজ তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি লিখেছেন, ‘কলকাতা, আমি দুঃখিত যে অনুষ্ঠানস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তোমাদের গাড়ি পার্ক করতে হয়েছিল, এবং হেঁটে অনুষ্ঠানস্থল পর্যন্ত আসতে হয়েছিল কারণ টোটো সেই ভিড় সামলাতে পারেনি।’

অরিজিৎ আবারও লেখেন, ‘ আমি ক্ষমাপ্রার্থী যে তোমদের অস্বাস্থ্যকর পরিবেশে মশার কামড় খেতে হয়েছে।’ গায়ক আবারও ক্ষমা চেয়ে লেখেন, ‘আমি দুঃখিত যে ভলিন্টিয়াররা অনেক মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, যেন তাদের সেই অধিকার রয়েছে।’

গায়ক ক্ষমা চাওয়া শেষ করেননি এখানে, অরিজিৎ ক্ষমা চেয়ে আরও লেখেন, আমি দুঃখিত যে তোমরা অনেকে সময় থাকতে কনসার্টের ভিতরে আসতে পারনি।কারণ অনেকে হাতের ব্যান্ড পাওনি। অনেকের কাছেই এই বিষয়টি নতুন। আমি দুঃখিত যে তোমরা এই বিষয়ে কারোর সাহায্য পাওনি।’

অরিজিৎ’র অনুষ্ঠান হওয়ার আগে থেকেই নানা জটিলতা সৃষ্টি হয়েছিল। প্রথমেই সমস্যা তৈরি হয়েছিল কনসার্টের স্থান নিয়ে। প্রথমে এই পুরো কনসার্ট ইকোপার্কে হওয়ার কথা থাকলেও, পশ্চিমবঙ্গ সরকারের তরফে হুডকো কর্তৃপক্ষ সেই অনুষ্ঠান বাতিল করেন। গায়কের কনসার্টের টিকিটের মূল্য অতিরিক্ত বেশি, এই অভিযোগও ওঠে। যদিও এই সব কিছু পেরিয়ে হাজারে হাজারে দর্শক উপস্থিত হয়েছিল গায়কের কনসার্টে। কিন্তু অনেকেরই দাবি, অরিজিতের গানে তাঁরা মুগ্ধ হলেও, নিরাশ করেছে ব্যবস্থাপনা। গায়ক এই সব কিছুর জন্যই ক্ষমা চেয়ে নিয়েছেন আজ।

চূড়ান্ত অব্যবস্থার জন্য ক্ষমা চেয়েও কলকাতার দর্শকের ঋণ স্বীকার করেছেন অরিজিৎ। তিনি লিখেছেন, ‘তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছ তাতে আমি কৃতজ্ঞ। আমার হৃদয়ভরা ভালোবাসা।’ এর সঙ্গেই ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি দিয়ে অরিজিৎ লিখেছেন, ‘আমি চেষ্টা করব পরের বার এর থেকে ভালো অভিজ্ঞতা দিতে। সবাই ভালো থেকো।’

অরিজিৎ সিং যে নির্বিবাদী মানুষ তা অনেকেই জানেন। গায়ক তাঁর নিজস্ব স্বভাবেই তুলে ধরলেন কলকাতা কনসার্টের অপ্রত্যাশিত ব্যবস্থার কথা। কিন্তু বারবার ক্ষমা চেয়ে তিনি আসলে কার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন? উঠছে প্রশ্ন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube