
দুই বঙ্গে আপাতত মিলবে গরমের থেকে স্বস্তি । কমবে তাপমাত্রার পারদও । একই সঙ্গে ২৫ তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে বৃষ্টির ।
গত কয়েকদিন ধরে যে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে চলছিল কমছে তার সম্ভাবনা । দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা আগের থেকে অনেকটাই কমেছে এবং সুত্রের দাবি অনুযায়ী আগামী দুই-তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে এই তাপমাত্রা ।
২৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলা গুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে । কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সাথে ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে । কলকাতায় আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছাকাছি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে ।
অন্যদিকে উত্তরবঙ্গেও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে । বিশেষ করে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে বৃষ্টির সম্ভাবনা । পাহাড়ি এলাকায় শিলা বৃষ্টি ও উত্তরের পাঁচ জেলার কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না বলেই সুত্রের দাবি ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023