
নিউজটাইম ওয়েবডেস্ক : বাড়ির সামনে থেকে উদ্ধার হল করোনা আক্রান্তের রক্তাক্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কলকাতার নারকেলডাঙা এলাকায়। মৃতের নাম রামকিশোর কেজরিওয়াল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন তিনি। তবে বাকি সম্ভাবনাও খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জুলাই রামকিশোরবাবুর করোনা সংক্রমণ ধরা পড়ে। এর পর একে একে করোনা আক্রান্ত হন তাঁর পরিবারের একাধিক সদস্য। হোম আইসোলেশনে রেখে চিকিৎসা চলছিল তাঁদের। এরই মধ্যে বুধবার ভোরে আবাসনের সামনে থেকে তাঁর দেহ। পরিজনদের সঙ্গে কথা বলে ফুলবাগান থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন রামকিশোরবাবু। এক প্রমোটারের সঙ্গে ফ্ল্যাটের হস্তান্তর নিয়ে বিবাদ চলছিল তাঁর। টাকা দিয়েও ফ্ল্যাটের মালিকানা তিনি পাননি বলে অভিযোগ। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে গৃহবন্দি হয়ে পড়েন তিনি। তার জেরেই শেষে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে স্বাস্থ্যবিধি মেনে দেহটি উদ্ধার করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022