কলকাতায় ফের করোনা আক্রান্ত পুলিশ কর্মী, ২৪ ঘন্টায় ৪৫ জন

নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার কলকাতায় পুলিশকর্মীদের মধ্যে প্রায় ৪৫ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। এর মধ্যে বিভিন্ন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও আছেন। করোনার পরিস্থিতির শুরু থেকেই চিকিৎসকদের সাথে সাথে সমান তালে প্রথম সারিতে দাঁড়িয়ে অতিমারীর সাথে লড়াই করেছেন পুলিশ কর্মীরা। এর ফলে বহু পুলিশ কর্মী আক্রান্তও হয়েছেন মারণ ভাইরাসে, প্রাণও হারিয়েছেন তাদের মধ্যে অনেকে।

সূত্রের খবর এখনও প‌র্যন্ত প্রায় ১১০০ জন পুলিশকর্মী করোনা পজিটিভ হয়েছেন। জানা ‌যাচ্ছে, এই ৪৫ জনের মধ্যে ‌যাদের অবস্থা স্থিতিশীল তাদের বাড়িতে আইসোলেশনে রাখা হচ্ছে এবং ‌যাদের শারীরিক পরিস্থিতি জটিল তাদের হাসপাতালে ভর্তী করা হয়েছে ইতিমধ্যেই।

বাহিনীতে বর্তমানে অ্যাক্টিভ করোনার রোগীর সংখ্যা ৭০। বৃহস্পতিবার দিন ৫১ জন করোনা আক্রান্ত পুলিশ কর্মী সুস্থ হয়ে উঠেছেন।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube