
নিউজটাইম ওয়েবডেস্ক : অভিনেত্রী সোহিনী সরকারের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। বিশেষত বর্তমান প্রজন্মের কাছে তিনি যাকে বলে ‘ক্রাশ’।তাঁর সাধারন জীবনযাপন, অভিনয় দক্ষতা মন ছুঁয়েছে দর্শকদের। অভিনেত্রী সামাজিক মাধ্যমে বিশেষ সক্রিয় নন। তবে যখনই কিছু পোস্ট করেন, কমেন্ট বক্স ভেসে যায় তাঁর ভক্তদের মুগ্ধতায়। আজও ঠিক তাই হল।
সোহিনী যেন একই অঙ্গে অনেক রূপ। কখনও তিনি পাহাড়ি নির্জনতায় হারিয়ে যান, বিন্দুমাত্র মেক আপ মা করে। আবার কখনও মডেলরূপে ধরা দেন তিনি। আজ নিজের বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেন সোহিনী।একেবারে ন্যাচারাল মেক আপে, ক্যাজুয়াল লুকে নজর কেড়েছেন তিনি। কালো ট্রাউজারের সঙ্গে লাল টিশার্ট পরেছিলেন অভিনেত্রী। টিশার্টের গায়ে লেখা, ‘কলকাতায় টিনটিন’। সেই ছবিতে কমেন্ট ও শেয়ারের সংখ্যা ক্রমেই বাড়ছে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023