
নিউজটাইম ওয়েবডেস্ক : দেশের এক কঠিন পরিস্থিতির মধ্যে ফের দুর্ঘটনা। আগুন লাগল ভবানীপুরের একটি বহুতলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়ে দমকলের ১০ টি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
আজ সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ বহুতলটির ১৭ তলায় আগুনের শিখা দেখা যায়। দাউদাউ করতে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। দ্রুত দমকল ও পুলিশে খবর দেন স্থানীয়রা। প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন নিরাপত্তারক্ষীরা, কিন্তু লাভ হয়নি। ইতিমধ্যে সেখানে চলে আসে দমকল। উচ্চতা বেশি হওয়ায় আনা হয় হাইড্রোলিক ল্যাডার। কিন্তু প্রাথমিকভাবে তা ব্যবহার করা যায়নি। পরে ১১টা নাগাদ সেই ল্যাডার ব্যবহার করে শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু উচ্চতায় বেশি হওয়ার আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা। লকডাউনের দিন বহুতল আবাসনে এরকম আগুনে আতঙ্ক তৈরি হয়। ভিতরে কতজন আটকে আছেন, তাও প্রাথমিকভাবে বোঝা যায়নি। পরে দমকলের তরফে জানানো হয়, বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকলের ডিজি জগমোহন বলেন, ‘কেউ আটকে নেই। কেউ আহত হননি।’ আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022