
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবারই দেশজুড়ে মুদি দোকানদার ও সবজি বিক্রেতাদের করোনা পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর সেই দিনই কলকাতায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। এদিন পাতিপুকুর বাজারে করোনার টেস্ট-এ মাত্র আধ ঘণ্টায় ধরা পড়ল ৫ জন করোনা আক্রান্ত।
কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাতিপুকুর বাজার। রবিবার সেখানে ৬০ জনের টেস্ট করে কলকাতা পুরসভা। এই পরীক্ষায় মাত্র ৩০ মিনিটের মধ্যেই ফল জানা যায়। ফল এলে দেখা যায় ৬০ জনের মধ্যে ৫ জনের রিপোর্ট পজিটিভ। কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা কলকাতা পুরসভায় করোনা সংক্রান্ত পরামর্শদাতা চিকিৎসক শান্তনু সেন জানিয়েছে, ৫ জনের মধ্যে ৩ জনের দেহে করোনার লক্ষণ রয়েছে। তা সে লক্ষণ থাক বা না থাক। ৫ জনকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022