
নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতার করোনা পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করল পুরসভার। পুরসভার প্রশাসনিক বোর্ডের পক্ষে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষের দাবি, কলকাতায় অন্তত ৭০ শতাংশ করোনা আক্রান্ত উপসর্গহীন।
গত সপ্তাহ থেকে কলকাতা পুরসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কলকাতায় আক্রান্তের ৭০ শতাংশের দেহেই কোনও উপসর্গ নেই। গত সপ্তাহে ফিরহাদ হাকিমের ওয়ার্ডে যে অ্যান্টিজেন পরীক্ষা হয়েছিল তাতে ১০০ জনের মধ্যে ১৯ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১৬ জনই উপসর্গহীন। তবে পুরসভার আশঙ্কা বাড়িয়েছে অন্য প্রবণতা। পুরসভার আধিকারিকদের দাবি, অধিকাংশ ক্ষেত্রে সামান্য উপসর্গ থাকলে মানুষ করোনা পরীক্ষা করাচ্ছেন না। নিজেরাই ওষুধ খেয়ে সুস্থ হয়ে উঠছেন। কিন্তু কারও পরিস্থিতি জটিল হয়ে উঠলে সামাল দেওয়া মুশকিল হচ্ছে। পুরসভার করোনা উপদেষ্টা শান্তনু সেনের দাবি, এই উপসর্গহীনরাই শরীরে করোনার প্রতিরোধক্ষমতা গড়ে তুলবে। যার ফলে ১৫ অগাস্টের পর থেকে ধীরে ধীরে কমবে সংক্রণের হার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022