
।। স্বর্ণালী মান্না ।।
বুধবার সকাল ১০টা নাগাদ মধ্য কলকাতার রাজ ভবনের কাছে শরাফ হাউস নামক এক বহুতলে ভয়াবহ আগুন লাগে । অল্প সময়ের মধ্যেই সেই আগুন ছড়িয়ে যায় । এই বহুতলে রয়েছে বেশ কয়েকটি অফিস ।
ইতিমধ্যেই ওই বহুতলের আগুন নেভাতে দমকলের ৫টি ইঞ্জিন এসে পৌছায় । তবে তাতে কাজ না হওয়ায় পরে দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে । দমকলের মোট ১৪টি ইঞ্জিন আনা হয় । এর পাশাপাশি আনা হয় একটি হাইড্রোলিক মইও ।
রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিজে ঘটনাস্থল পরিদর্শনে যান ।দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে এসে পৌঁছান ।এর পাশাপাশি পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘটনাস্থলে আসেন ।খবর পেয়ে সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
পুলিশ কমিশনার জানান একজন সামান্য আহত হয়েছেন । জানা যাচ্ছে একজন দমকল কর্মী আহত হয়েছেন ও তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে । এর পাশাপাশি রাজ্যপাল প্রয়োজনে রাজভবন থেকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ।ঘটনস্থলে উপস্থিত হয়েছেন এলাকার কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক ।তার অভিযোগ যেখানে আগুন লেগেছে সেটা একটি অবৈধ নির্মাণ । অনেকদিন ধরে অভিযোগ করা হচ্ছে তাও কোন ব্যবস্থা নেননি পুলিশ প্রশাসন ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, আগুন কেন লাগল সেটা এখন বিশ্লেষণ করার সময় নয় । তবে আগুন এখন অনেক্তা নিয়ন্ত্রণে এসেছে । তিনি আরও জানান, পুলি৮শ প্রশাসন থেকে শুরু করে দমকল কর্মীরা প্রত্যেকেই খুব ভাল কাজ করেছেন ।
দমকল সুত্রে খবর, আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ।সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে । তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও অবধি জানা সম্ভব হয়নি বলেই জানাচ্ছেন দমকল আধিকারিকরা ।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কোথায় অবৈধ নির্মাণ আছে, কত বছর আগে হয়েছে এগুলো উনি জানেন না । কাউন্সিলর এখন বলছেন, কিন্তু আগে কখনো অভিযোগ করেননি । ওনার আগে অভিযোগ করা উচিত ছিল । তবে কর্পোরেশনে গিয়ে তিনি পুরো ব্যাপারটা খতিয়ে দেখবেন ।
এহেন ঘটনা বারবার ঘটায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।মধ্য কলকাতার প্রাণকেন্দ্রে, বিশেষত রাজভবনের নিকটবর্তী এমন একটি বহুতলে, অফিসের সময় এই অগ্নিকাণ্ড নিরাপত্তা নিয়ে বহু প্রশ্ন উস্কে দিচ্ছে ।
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023