
নিউজটাইম ওয়েবডেস্ক : দীর্ঘ আড়াই মাস পর আনলক ১.০-এর পথে হেঁটেছে বাংলা। দীর্ঘদিন পরে নিজ নিজ অফিসে আসতে শুরু করেছেন সরকারি-বেসরকারি কর্মীরা। কিন্তু আনলকের প্রথম দফায় যেভাবে বাড়ছে রাজ্যের সংক্রমণ তাতে ফের নতুন করে আশঙ্কা বাড়ছে রাজ্যের প্রশাসনের। সেই মর্মে সরকারি কর্মীদের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মীদের সুরক্ষার দিকটি মাথায় রেখে ফেসবুক পোস্টের মাধ্যমে বেসরকারি সংস্থার উদ্দেশে বিশেষ অনুরোধ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
৮ জুন থেকে রাজ্যের সরকারি থেকে শুরু করে বেসরকারি সমস্ত কর্মীদের কাজে যোগ দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু অফিসে পৌঁছাতে হলে বর্তমানে একটাই যোগাযোগ মাধ্যম রয়েছে, তা হল বাস। কিন্তু বর্তমানে মহানগরির রাস্তায় সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা এতটাই কম যে তা সমস্ত অফিস যাত্রীদের জন্য পর্যাপ্ত নয়। তার ফলে পথে বেরিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন কর্মীরা। ইতিমধ্য়েই সরকারি কর্মীদের অফিস দেরি করো পৌঁছানোর পক্ষে সওয়াল করেছেন মমতা। তিনি বলেছেন, সরকারি কর্মীদের অফিস পৌঁছতে দেরি হলেও হাজিরা খাতায় লাল কালির দাগ পড়বে না। এবার রাজ্যের প্রশাসনিক প্রধানের নজরে বেসরকারি কর্মীরা। এদিন ফেসবুকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “বাঙালিদের কোনওদিন দমিয়ে রাখা যায় না। তাই তো করোনা এবং আমফানের মতো জোড়া ধাক্কা সামলে এগিয়ে চলেছি আমরা। রাজ্য সরকারের তরফে আমি সমাজসেবী, পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে ধন্যবাদ জানাই। দয়া করে আপনারা সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। নিজেদের সুষম পুষ্টির দিকেও নজর রাখুন।” এরপরেই বেসরকারি কর্মীদের উদ্দেশ্য়ে তিনি ফেসবুকে লেখেন, “যতটা সম্ভব কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের বন্দোবস্ত করুন। অফিসে আসতে হলেও তাঁদের ঢোকার সময়ের ক্ষেত্রে কিছুটা ছাড় দিন।” একইসাথে রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি অনুরোধ জানান, দয়া করে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরবেন না। অবশ্যই মাস্ক পরুন। সামাজিক দূরত্ববিধি মেনে চলুন।” মূলত আনলক ওয়ানে রাজ্যবাসীর কথা চিন্তা করেই এমন অনুরোধ রেখেছেন মমতা বন্দোপাধ্যায়।
Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023