কর্মবিরতির স্বল্পতায় ক্ষুব্ধ বায়ুসেনার রাঁধুনীরা, দিল্লি আদালত খারিজ করল পিটিশন

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতীয় জাতীয় বায়ুসেনার কর্মীদের বর্তমান পরিস্থিতিতে মাসে ২৮ দিন কাজ করতে হচ্ছে। এই নিয়ে প্রথমেই অভি‌যোগের সুর উঠেছিল সেনা বাহিনীর মধ্যে। এরপরই বায়ুসেনায় কর্মরত রাঁধুনিদের একটি দল এই বিষয়ে দিল্লি উচ্চ আদালতে একটি পিটিশনও দাখিল করেন।

উচ্চ আদালত থেকে এবার এই পিটিশন খারিজ করে দেওয়া হল। এবং জানানো হয় দেশের এমন সঙ্কটপূর্ণ অবস্থায়, সাধারণ অবস্থায় তাঁরা ‌যেমন নিয়মে তাঁদের কাজ করে থাকেন এখন সেই একই রকম ব্যবস্থা পাবেন, তা কখনোই সম্ভব নয়।

জাস্টিস রাজীব সহায় এবং জাস্টিস আশা মেননের নেতৃত্বে থাকা বেঞ্চের তরফ থেকে এই পিটিশন খারিজ করে জানানো হয়, সাধারণ অবস্থায় সেনা কর্মীরা ‌যেমন ছুটি পায় কিংবা ‌যে সময়টুকু তাঁদের পরিবারের সাথে কাটাতে পারেন, এই পরিস্থিতিতে ‌যে তা সম্ভব না তা বলাই বাহুল্য।

তাঁরা এও বলেন ‌যে, এই পিটিশন দাখিলের সময়ে তাঁরা এই পরিস্থিতিতে দেশজুড়ে ‌যে আর্থিক মন্দা চলছে, এবং অসংখ্য মানুষ তাঁদের কাজ হারাচ্ছেন সেই ব্যপারে একেবারে না ভেবেই পিটিশন দাখিল করেছেন। তাঁরা ‌যে অন্তত তাঁদের চাকরি সম্পর্কে নিশ্চিত থাকতে পারছেন তা একটি বেশ বড় নিরাপত্তা।

এছাড়া সেনাবাহিনীর তরফ থেকেও জানানো হয়, এই মহামারীর সময়েও ‌যদি তারা প্রত্যেকদিন কাজের শেষে বাড়ি ‌যেতে চান তবে তাতে তাদের পরিবার ও সেনা বাহিনীর মধ্যে সংক্রমণের আশঙ্কা বাড়বে। ‌যে সময়ে সমগ্র দেশ একটি চুড়ান্ত সঙ্কটের মধ্যে দিয়ে ‌যাচ্ছে সেই সময়ে তাঁরা স্বাভাবিক অবস্থআর মত ব্যবস্থা তাঁদের সংস্থার থেকে আশা করতে পারেন না।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube