
নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে একথাও বলা হয়েছে যে শুধুমাত্র যে কর্মীদের মধ্যে কোনও সংক্রমণের লক্ষণ নেই এবং পুরোপুরি সুস্থ রয়েছেন, তাঁদেরই কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি রোটেশনের ভিত্তিতেই তাঁরা কর্মক্ষেত্রে আসবেন। নির্দেশিকায় জানানো হয়েছে, “অফিস চত্বরে থাকাকালীন, সবসময় মাস্ক পরা আবশ্যিক, ঘন ঘন হাত ধুতে হবে, নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থাগুলিও মেনে চলতে হবে। যদি দেখা যায় কেউ মাস্ক পরেননি তবে তাঁর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে” এটি এর কর্মীদের জন্য জারি করা নির্দেশিকায় বলেছে।
“হালকা জ্বর, কাশি এবং সর্দি জাতীয় কোনও উপসর্গ রয়েছে এমন কাউকে অফিসে আসতে দেওয়া হবে না এবং কনটেইনমেন্ট জোনে বসবাসরত কোনও কর্মীও অফিসে আসতে পারবেন না। যতদিন না পর্যন্ত তাঁর এলাকা সংক্রমণমুক্ত হচ্ছে ততদিন পর্যন্ত তিনি বাড়ি থেকেই কাজ করবেন। অফিসে উপস্থিত না হওয়া কর্মীদের ই-অফিসের মাধ্যমে বাড়ি থেকেই কাজ করা উচিত”, আরও বলা হয়েছে ওই নির্দেশিকায়। নিয়মিত সরকারি দফতরগুলো স্যানিটাইজ করার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার।সমস্ত সরকারি অফিসের লিফটে, একসঙ্গে তিন জনের বেশি ব্যক্তিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও সাফ জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022