কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ সিদ্দারামাইয়ার

।। স্বর্ণালী মান্না ।।

আজ বেঙ্গালুরুর কন্টিরাভা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন সিদ্দারামাইয়া ।পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার ও আরও ৮ জন বিধায়ক । শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী সহ পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী ভঢরা ।

২০১৩ সালের পর এদিন দ্বিতীয়বারের জন্য কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন ৭৫ বয়সি সিদ্দারামাইয়া ।নব নির্বাচিত কর্নাটকের সরকারে ডঃ জি পরমেশ্বর, কে এইচ মুনিয়াপ্পা, কে জে জর্জ ও এম বি পাটিল ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন । রাজ্যপাল তাওয়ারচান্দ গেহলট তাঁদেরকে শপথবাক্য পাঠ করালেন । মুখ্যমন্ত্রী হওয়ার পর জনগণের উদ্দেশে প্রথম বক্তৃতা রাখলেন সিদ্দারামাইয়া ।

রাহুল গান্ধী তাঁর বক্তৃতায় জানালেন কংগ্রেস চিরকাল মানুষের পাশে থেকে কাজ করে এসেছে, তাই আজ তাদের এই জয় ।নির্বাচনের আগে গৃহ জ্যোতি, গৃহ লক্ষ্মী, অন্ন ভাগ্য, যুব নিধি, শক্তি প্রকল্প সহ স্নাতক উত্তীর্ণ কর্মহীন যুবকদের মাসিক ৩০০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে । এদিন রাহুল গান্ধী জানান, আগামী ক্যাবিনেট মিটিংয়ে, নির্বাচনের আগে দেওয়া সেই পাঁচটি প্রতিশ্রুতি পরিণত হবে আইনে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্স পার্টির সভাপতি ফারুখ আব্দুল্লাহ ও এনসিপি কংগ্রেস পার্টির সভাপতি শরদ পাওয়ার । অন্যদিকে টুইট করে নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ।তবে আজকের অনুষ্ঠানে দেখা মিল্ল না সনিয়া গান্ধীর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube