
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস মারাত্মকভাবে থাবা বসিয়েছে সারা দেশে। প্রতিদিনই সংক্রমণের এক নয়া রেকর্ড গড়ছে এই মারণ রোগ। মহামারী রূপে দেখা দেওয়া করোনাকে কিছুতেই যেন বাগে আনা যাচ্ছে না, ফলে উদ্বেগ দিনে দিনে বাড়ছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তাই চলতি বছরের অমরনাথ যাত্রা বাতিল করে দেওয়া হল। এই তীর্থযাত্রা শুরুর ঠিক ১০ দিন আগে এই বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হল। করোনা ভাইরাস যেভাবে দ্রুতহারে ছড়িয়ে পড়ছে তাতে এই অবস্থায় তীর্থযাত্রা করা আরও আশঙ্কার কারণ হতে পারে। ফলে কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনেই অমরনাথ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ অমরনাথ শ্রাইন বোর্ড।
তবে শুধু করোনার চোখরাঙানিই নয়, এবারের অমরনাথ যাত্রার উপর ছিল জঙ্গি হামলার আশঙ্কাও। কিছুদিন আগে ভারতীয় সেনার তরফে জানানো হয় যে, গোয়েন্দারা খবর দিয়েছেন যে অমরনাথের তীর্থযাত্রীদের উপর হামলার ছক কষছে জঙ্গিরা। ফলে সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। যদিও ভক্তদের ভাবাবেগের কথা বিবেচনা করে অমরনাথ শ্রাইন বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রতিদিন বাবা অমরনাথে মন্দিরে সকাল ও বিকেলে হওয়া আরতি লাইভ টেলিকাস্ট করে দেখানো হবে। পাশাপাশি প্রতি বছরের মতো এবারও অমরনাথে প্রতিটি আচার অনুষ্ঠান পালন করা হবে নির্দিষ্ট নিয়ম মেনেই। এর আগে ৮ জুলাই, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই বছর অমরনাথ যাত্রা সামাজিক দূরত্বের নিয়ম মেনে পরিচালনা করা হবে। ঠিক হয় যে, করোনা মহামারীর কারণে প্রতিদিন ৫০০ এর বেশি তীর্থযাত্রীকে ভগবান শিবের পবিত্র গুহা মন্দিরে যেতে দেওয়া হবে না। নর্থ ব্লকে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তও নেওয়া হয় যে, ২১ জুলাই থেকে পনেরো দিনের জন্য এই যাত্রা শুরু হবে। গত শনিবারই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অমরনাথ মন্দিরে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও সেনাপ্রধান এমএম নারাভানে। সেখানে গিয়ে ভগবান শিবের দর্শন করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করেন, “আমি ভাগ্যবান যে জম্মু ও কাশ্মীরের পবিত্র গুহায় শ্রী অমরনাথের বাবা বরফানিকে দর্শন করার সুযোগ পেয়েছি।”Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022