
নিউজটাইম ওয়েবডেস্ক : এবার ভুটানে এক পর্যটকের শরীরে মিলল করোনা ভাইরাসের সংক্রমণ। ওই ব্যক্তি মার্কিন মুলুক থেকে ভুটানে ঘুরতে এসেছিলেন। এর ফলে ভারতের অসমে প্রায় ৪০০ মানুষকে কোয়ারেন্টাইন করা হয়েছে। তবে এর পেছনে একটা কারন রয়েছে, অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ওই পর্যটক ভূটানে যাওয়ার আগে অসমে কিছুদিন কাটিয়েছিলেন।
এদিন ট্যুইট করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখনো পর্যন্ত সেরাজ্যে ৫ জনকে করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষা করা হয়েছে। কিন্তু সব রিপোর্টই নেগেটিভ। তিনি আরও জানান, করোনা আক্রান্ত ওই মার্কিন পর্যটকের সংস্পর্শে আসা মোট ৪০০ জনকে চিহ্নিত করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই ৪০০ জন কখনও রিসর্টে আবার কখনও এমভি মহাবাহু ক্রুজে তাঁর সংস্পর্শে এসেছেন। তাঁদের সকলের ওপরেই বর্তমানে নজরদারি চালাচ্ছে চিকিৎসক ও মাইক্রোবায়োলজিস্টদের কয়েকটি দল। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং পরিবার কল্যাণ মন্ত্রী পিযূষ হাজারিকা জানান, মার্কিন মুলুক থেকে আসা ওই পর্যটকের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর জোরহাট জেলার নিয়ামাতিঘাট থেকে বিলাসী ক্রজ এমভি মহাবাহুকে দূরে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023