করোনা সংক্রমণের আতঙ্ক, স্বাস্থ্য পরীক্ষা রাহুলের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনায় আক্রান্ত কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এবার সেই সন্দেহে বিদেশ সফর থেকে ফেরার পর বিমানবন্দরে করোনার পরীক্ষা চলল রাহুর গান্ধীর। এদিন প্রায় ৩০ মিনিট লাইনে দাঁড়ানোর পর তাঁর করোনা সংক্রমণের টেস্ট করানো হয় বলে জানানো হয়েছে কংগ্রেসের তরফে। একইসাথে রাহুলেই শরীরে ‌যে করোনার কোন সংক্রমণ পাওয়া ‌যায়নি তাও নিশ্চিত করা করেছে কংগ্রেস।

বিজেপি সাংসদ রমেশ বিদূরী থেকে শুরু করে আরএলপি নেতা হনুমান বেনিওয়াল ও আরও অনেকেই রাহুল গান্ধীর বিদেশ সফরের পর থেকে তাঁর করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা করার দাবি জানিয়েছেন। তবে তাঁকে ছাড়াও মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও পরীক্ষা করার কথা বলেছেন এনডিএ সাংসদরা।  কংগ্রেসের তরফে দাবি করা হয়, ২৯ ফেব্রুয়ারী ইটালি থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছান রাহুল গান্ধী। সেখানেই আধ ঘন্টার লাইনে দাঁড়ানোর পর প্রাক্তন সভাপতির শারীরিক পরীক্ষা করা হয়।

‌যেহেতু ইতালিতে করোনা ছড়াচ্ছে তাই রাষ্ট্রীয় লোকহিত পার্টির সাংসদ বেনিওয়ালের দাবি করেন, ইটালি থেকে ফেরার পর রাহুল গান্ধীর সংক্রমণ হয়েছে কিনা তা একবার পরীক্ষা করে দেখা উচিত। তবে ইটালি থেকে ফেরার পথে বিমানবন্দরেই ‌যে রাহুল গান্ধীর করোনা সংক্রমণ সংক্রান্ত পরীক্ষা করা হয় তা শুক্রবার স্পষ্ট করা হয়েছে কংগ্রেসের তরফে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube