Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

করোনা রোগীর পাশেই করোনা-মৃতদেহ !

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে লাগাতার। সরকারের পক্ষ থেকে এই মারণ রোগের বিরুদ্ধে সবরকম সতর্কতা নেওয়ার কথা বলা হচ্ছে তখনই একটি হাসপাতালের  এমন এক ভিডিও সামনে এল যা দেখে আঁতকে উঠেছেন সকলে। মুম্বইয়ের হাসপাতালে একটি মোবাইল ফোনে তোলা ওই ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে হাসপাতালের শয্যায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে, আর তারই আশেপাশে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বেশ কয়েকটি মৃতদেহ। ব্যাগের মধ্যে কোনও রকমে জড়ানো অবস্থায় ফেলে রাখা আছে দেহগুলো, সবই করোনা আক্রান্ত মানুষজনের। মারা যাওয়ার পরেও তাঁদের দেহ অন্যত্র না সরিয়ে হাসপাতালের মেঝেতে ফেলে রাখা হয়েছে, যা থেকে আরও মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। 

ভয়ানক ওই ভিডিও ক্লিপটি মুম্বইয়ের সিওন  হাসপাতালের যা কিনা সেখানকার পুরসভার নিয়ন্ত্রণে। কমপক্ষে ৭ টি মৃতদেহ ওয়ার্ডে পড়ে থাকতে দেখা গেছে, আর তার পাশেই হাসপাতালের বেডে চিকিৎসা চলছে অন্য রোগীদের; কিছু রোগীর পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত আছে। ভাবুন একবার, কী ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ অবস্থা।

মহারাষ্ট্র সরকারের বিরোধী বিজেপির এক বিধায়ক নীতেশ রানে ওই ভয়ঙ্কর ভিডিওটি পোস্ট করে লেখেন: “সিওন হাসপাতালে রোগীরা মৃতদেহের পাশেই ঘুমিয়ে আছেন !!! কী চূড়ান্ত গাফিলতির নিদর্শন … এ কেমন প্রশাসন! খুব খুব লজ্জাজনক !! “

 

যদিও সিওন হাসপাতালের ডিন প্রমোদ ইঙ্গালে জানান, কোভিড – ১৯ এ আক্রান্ত হয়ে যাঁরা মারা গেছেন তাঁদের আত্মীয়রা সেই লাশ নিতে নারাজ। এই কারণেই ওই মৃতদেহগুলি ওখানে ওভাবে ফেলে রাখা ছিল। তারা এখন ওই দেহগুলি সরিয়ে নিয়ে বিষয়টি নিয়ে তদন্ত করছেন।সংবাদসংস্থা  প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন তিনি।

প্রসঙ্গত, মহারাষ্ট্রে ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোন ভাইরাসে আক্রান্ত মানুষের সন্ধান মিলেছে। সেখানে করোনা আক্রান্ত প্রায় ১৬,৮০০ জন। 

 

Inform others ?
Show Buttons
Hide Buttons