‘করোনা মোকোবিলায় ভিন্ন পন্থা অবলম্বন করা হোক’, মোদীকে চিঠি রাহুলের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু শুধুমাত্র লকডাউন করলেই করোনা মোকাবিলায় সম্ভব নয় বলে জানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন প্রধানমন্ত্রীকে চিঠে লিখে লকডাউনের পর দেশের অর্থনীতি-সহ সাধারণের জীবনের হালহকিকতের খবর খতিয়ে দেখার জন্য আবেদন জানান রাহুল। 

চিঠিতে রাহুল গান্ধী লেখেন, করোনা মোকাবিলায় কেন্দ্র যে পথে হাঁটছে তাতে লকডাউনের সময়সীমা আরও বাড়াতে পারে। কারন এই মারণ ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছেে তাতে তা দমন করতে হলে খুব শীঘ্রই এর উপযুক্ত পদক্ষেপ গ্রহন করতে হবে। লকডাউনের জেরে আমাদের ১৩০ কোটি দেশবাসীর মধ্য়ে কারা কী সমস্যায় রয়েছেন তা বোঝা সম্ভব নয়। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের পরিস্থিতি যেহেতু আলাদা তাই আমাদের ভিন্ন পদক্ষেপ গ্রহন করতে হবে। 

এখানেই শেষ না করে চিঠিতে তিনি আরও লেখেন, “ভারতের অধিকাংশ মানুষই খেটে খাওয়া শ্রমিক। তারা ‘দিন আনা দিন খাওয়া’ পন্থায় জীবন ধারণ করেন। সেইসমস্ত মানুষগুলোপ প্রতিদিনের কাজ বন্ধ হয়ে গেলে তাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এর ফলে চরম ক্ষতির মুখে পড়বে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা।” এর পরেই প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে রাহুল লেখেন, “বিশ্বের বাকি দেশগুলির মতো করোনা মোকাবিলায় একই পন্থা অবলম্বন না করে ভারত যাতে আলাদা কোনো পদক্ষেপ নেয়। দেশের সাধারণ মানুষের ক্ষতি না করেই এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হবে।”

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীকে একদিকে যেমন চিকিৎসার প্রয়োজনীয় দ্রব্য দেশে দ্রুত মজুত করার আর্জি জানান সোনিয়াপুত্র। তেমনই অন্যদিকে ভাইরাসের বিস্তারকে রোধ করতে ল্যাবরেটরি তৈরির পরামর্শও দেন তিনি। একইসাথে পরিযায়ী শ্রমিকদের সুস্থ এবং স্বাভাবিক ভাবে বাড়ি ফেরানোর আবেদনও প্রধানমন্ত্রীর কাছে করেন রাহুল। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube