
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার মোকাবিলায় ৫০০ কোটি টাকা প্রদান করল টাটা ট্রাস্ট। টাটা গোষ্টির কর্ণধার রতন টাটা এদিন তাঁর ট্যুইটারে এই কথা জানান। তিনি এও জানান, যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত রকম প্রয়োজনীয় সামগ্রীর জোগান পৌঁছে দিতে হবে সমস্ত মানুষের কাছে। করোনা মোকাবিলায় দেশ জুড়ে লকডাউনের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিস মেলাই হয়ে উঠেছে দুঃসাধ্য।
এই ট্যুইটে তিনি জানান, এই অনুদান থেকে স্বাস্থ্য কর্মিদের জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস এর ব্যবস্থা করা হবে। এছাড়া নানান রকম মেডিক্যাল সামগ্রী, টেস্টিং কিট যার সাহায্যে গড়ে পরীক্ষার সংখ্যা বাড়বে, তাতে সংক্রমণ শনাক্ত করা হবে সহজ। এছাড়া সংক্রামিত রোগীদের জন্য একেবারে আলাদা ব্যবস্থা করাও হবে, যাতে সংক্রমণ ছড়ানোর সম্ভবন কমে। এছাড়া এই অনুদান নতুন স্বাস্থ্য কর্মিদের প্রশিক্ষণ ও কাজে নিযুক্ত করার প্রক্রিয়াও শুরু হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022