করোনা মোকাবিলায় সরকারকে ৫১ কোটির অনুদান সাঁইবাবা ট্রাস্টের

নিউজটাইম ওয়েবডেস্ক : ইতিমধ্যেই করোনা দেশে করোনা সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্যের ত্রন তহবিলে প্রচুর টাকা দান করেছেন অনেকেই। বিনোদন জগত থেকে শুরু করে ক্রিড়া দুনিয়ার বহু তারকাও এগিয়ে এসেছেন সাহায্য়ের হাত বাড়িয়ে দিতে। এমনকি এই তালিকায় নাম লিখিয়েছে অনেক প্রতিষ্ঠানও। তবে প্রথম দিন থেকে দেশের মানুষ বারে বারে আঙুল তুলেছে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষগুলির দিকে। ভক্তদের দানে তাঁদের প্রনামি বাক্স উপচে পড়ে। অথচ আজ ভক্তদের সংকটের দিনে কেন তারা এদিয়ে আসছে না? এনিয়েও উঠেছে হাজারো প্রশ্ন। তবে এবার সেই সমস্ত প্রশ্নের জবাব মিলল। 

জানা গিয়েছে দেশের বিভিন্ন মন্দিরের তরফে তাঁদের রাজ্য গুলিকে বেশ অনেক টাকা দিয়ে সহায্য করা হয়েছে। তবে এদের মধ্য়ে এগিয়ে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার শিরিডিতে অবস্থিত শ্রী সাঁইবাবা ট্রাস্ট। সুত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দান করেছে তারা। তবে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেই নয়, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে মহারাষ্ট্রে কর্মরত পুলিশ ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের দিকেও সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছেন তারা। তাদের ফান্ড থেকেই এই মানুষগুলোর জন্য প্রতিদিনের জলখাবার সহ দুপুরের খাবার পাঠানো হচ্ছে। 

এবিষয়ে শিরিডির ওই শ্রী সাঁইবাবা ট্রাস্টের সিইও বলেন, ট্রাস্টের অ্যাডহক কমিটির একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করোনা মোকাবিলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলির পাশে আমরা সবসময় দাঁড়াব। আর সেই মর্মেই এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা অনুদান দিয়েছি আমরা। তবে এটাই প্রথম নয়। এদিন সিইও আরও জানান হত বছর ফেব্রুয়ারি মাসে পুলওয়ামাতে জঙ্গি হামলায় যেসমস্ত জওয়ানরা শহিদ হয়েছিলেন তাঁদের পরিবারকেও ট্রাস্টের তরফে সাহায্য করা হয়েছিল। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube