
নিউজটাইম ওয়েবডেস্ক : মহামারীর করোনার জেরে দেশজুড়ে লকডাউন। বিরাট ক্ষতির মুখে দেশের অর্থনীতি। করোনার জেরে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিও। এই কঠিন পরিস্থিতিতে দেশবাসী ও ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ালেন দক্ষিণী ছবির সুপারস্টাররা। প্রধানমন্ত্রী থেকে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির ওয়ার্কার্সদের তহবিলে বিরাট অঙ্কের অর্থ দান করলেন রজনীকান্ত, প্রভাস, আল্লু অর্জুনরা।
তামিল সুপারস্টার রজনীকান্ত এগিয়ে এসেছেন করোনা মোকাবিলায় নিজের সহকর্মীদের পাশে দাঁড়াতে। করোনার জেরে বন্ধ ছবির শ্যুটিং, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক টেকনিশিয়ান যারা দৈনিক ভিত্তিতে রোজগার করেন তাদের রুচিরুটির পথ বন্ধ হয়ে গেছে। ৫০ লক্ষ টাকার অনুদান দিয়েছেন তিনি। এদিকে পর্দার বাহুবলীর মন বাস্তব জীবনেও যে বাহুবলির মত দিল দরিয়া তার প্রমাণ দিলেন। তিনি প্রভাস। করোনা মোকাবিলায় চার কোটি টাকার অনুদান দিয়েছেন এই সুপারস্টার। তিন কোটি টাকা প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে এবং ৫০ লক্ষ টাকা করে অন্ধপ্রদেশ এবং তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে।তাঁর এই বড় অঙ্কের অনুদান সত্যিই প্রশংসনীয়। তামিল ছবির অন্যতম জনপ্রিয় তারকা মহেশবাবু করোনা মোকাবিলায় ৫০ লক্ষ টাকা করে দুই ভাগে মোট ১ কোটি টাকা অন্ধপ্রদেশ এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে দান করেছেন। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কেরালা-তিন রাজ্যের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে মোট ১.২৫ কোটি টাকার অনুদান দিয়েছেন আল্লু অর্জুন। এই কঠিন পরিস্থিতিতে দেশবাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা রামচরণও। প্রধানমন্ত্রী এবং তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে সরকারের রিলিফ ফান্ডে ৭০ লক্ষ টাকার অনুদান দেওয়ার কথা জানিয়েছেন তিনি ও।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022