
নিউজটাইম ওয়েবডেস্ক : ২০২২ এর শেষে আবারও বিশ্বজুড়ে দাপট বাড়াচ্ছে করোনা। এইবার ‘বিএফ ডট সেভেন’ নামক করোনার সাব ভ্যারিয়েন্ট সংক্রমিত করছে। দু বছরে করোনার দাপটে তটস্থ দেশবাসী ২০২২ থেকে ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছিল। কিন্তু আবারও অশনী সংকেত। বিশ্বের অন্যান্য দেশের কোভিড পরিস্থিতি বেশ উদ্বেগজনক। তাই সময় থাকতেই ভারতের কোভিড পরিস্থিতির হাল শক্ত হাতে ধরতে চাইছে কেন্দ্র সরকার।
ইতিমধ্যেই, বিগত তিনদিন ধরে বিদেশ থেকে ভারতে আসা, প্রত্যেকটি বিমানের যাত্রীদের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কোভিড ধরা পড়লেই সঙ্গে সঙ্গে আইসোলেশনে রাখা হচ্ছে রোগীকে। তার সংস্পর্ষে আসা অন্যান্য যাত্রীদেরও রাখা হচ্ছে কোয়ারেন্টাইনে। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছে ১৯৪ জন। ভারতে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত হওয়ার আগে যাতে স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুত থাকে, সেই জন্যেই আজ ‘মক ড্রিল’ হবে সারা দেশে। হাসপাতালে কতজন চিকিৎসক রয়েছেন, কতজন স্বাস্থ্যকর্মী রয়েছেন, কত শয্যা রয়েছে,কত অ্যাম্বুলেন্স রয়েছে, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে খতিয়ে দেখা হবে, কোভিড পরীক্ষার পরিকাঠামো। মেডিক্যাল অক্সিজেন পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখা হবে।টেলিমেডিসিন পরিষেবা প্রস্তুত কিনা আজ তাও খতিয়ে দেখা হবে দেশ জুড়ে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, মনসুখ মাণ্ডবিয়া দিল্লির সফদরজং হাসপাতালে উপস্থিত থেকে, খোদ পর্যবেক্ষণ করবেন।এমনকি ভিডিও কলে সারা দেশের ‘মক ড্রিল’ পর্যবেক্ষণ করতে পারেন তিনি।রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরা এই ‘মক ড্রিল’ এ উপস্থিত থাকবেন।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কোভিড পরিস্থিতি নিয়ে সচেতন।রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, আজ এই রাজ্যেও ‘মক ড্রিল’ শুরু হবে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023